ফেনীতে বিএমএসএফ এর আয়োজনে দৈনিক ফেনী এর সম্পাদক আরিফুল আমিন রিজভীসহ ৫ জন সাংবাদিকের বিরুদ্ধে মাদককারবারির দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে ফেনী প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ রবিবার (২৭ এপ্রিল) বিকেলে ফেনী প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং দৈনিক আমার দেশ পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি ইউছুফ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো ইয়াকুব নবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা সেক্রেটারি আবদুর রহিম, প্রবীন সাংবাদিক আবু তাহের, ফেনী প্রেসক্লাবে সাবেক সভাপতি আরটিভি, দৈনিক যায়যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও ফেনীর সময় সম্পাদক মো:শাহাদাত হোসাইন ও সম্পাদক দিদারুল আলম, সাবেক সভাপতি আরিফ রিজভী, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ।
বিএনপি-জামায়াত নেতাদের পক্ষ থেকে বক্তব্যের মাধ্যমে ঘোষণা দেয়া হয়েছে যে, এ মাদক কারবারি তাদের দলের কোন নেতাকর্মী সমর্থক নহে। যদিও এরা দলের পরিচয় বহন করে অপকর্মে জড়িত রয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় নেতারা।
যাযাদি/ এসএম