মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

দামুড়হুদায় ভোক্তা অধিদপ্তরের অভিযান 

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ২৮ এপ্রিল ২০২৫, ১১:২১
দামুড়হুদায় ভোক্তা অধিদপ্তরের অভিযান 
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৭ এপ্রিল) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দামুড়হুদা বাজারে অভিযান পরিচালিত হয়।

বেলা সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে হোটেল, ফলের দোকান, ঔষধ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুসারে মো: এনামুল হক এর প্রতিষ্ঠান মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন হওয়ার জন্য ২৮ এপ্রিল উৎপাদন রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে