গফরগাঁওয়ে মনিহারী দোকানে অগ্নিকান্ড

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ২১:৫১

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে একটি মনিহারী দোকান  পুড়ে যায় । এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিক । 

ঘটনাটি ঘটে রবিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার  মাইজবাড়ী বাজারে আলম শেখের মনোহারি দোকানে ।  

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আলম শেখ  জানায়, দুপুরে দোকান বন্ধ করে  বাড়িতে চলে যাওয়ার পরে  দোকানের ভেতর থেকে দোয়া বের হতে দেখে বাজারের লোকজন  আমাকে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে বাজারের লোকজন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে  মনোহারী দোকানের বিভিন্ন মালামাল আগুনে পুড়ে   দেড় লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দোলোয়ার হোসেন  বলেন,  আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল যাওয়ার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে  আসে। 

যাযাদি/ এম