যশোরের চৌগাছায় মাহাবুবুর রশিদ (৬৮) নামের এক কৃষকের জমির ৩৩ শতক ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় তিনি ৫ জনকে অভিযুক্ত করে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক।
শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত করিম বকসের তিন ছেলে ও ভুক্তভোগীর আপন ভাই কুতুব উদ্দীন (৬০), তরিকুল ইসলাম (৪২), বিপুল হোসেন (৩৫), তরিকুল ইসলামের দুই ছেলে জিসান হোসেন (২৫) ও মেহেদী হাসান (২০)।
অভিযোগসুত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে আপন ভাইয়ের সাথে দীর্ঘদিনের বিরোধ কৃষক মাহাবুবুর রশিদের। হঠাৎ শনিবার সকালে মাহাবুবুরের দুর্গাবরকাঠি মাঠের ( যার মৌজা নং-৮৩, খতিয়ান নং-৩৭২, দাগ নং- ২৭২ ও ৫৭৪) ৩৩ শতক জমিতে রোপন করা পাকা ধান কেটে নিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী এই কৃষক মুঠোফোনে জানান, এর আগেও তার জমির ভূট্টা কেটে দিয়েছে তারা। এছাড়াও নানাভাবে তাদের হয়রানি করা হয়। স্থানীয়ভাবে মিমাংসায় বসলেও কোনো সমাধান মেলেনি বলে জানান তিনি।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এম