সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

পুঠিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৫২
পুঠিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি 
ছবি: যায়যায়দিন

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷

রোববার বিকাল ৫ টার পরে বানেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মসজিদ মার্কেট থেকে পুঠিয়া উপজেলা ও বানেশ্বর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ জনসংযোগ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। এসময় তারা বানেশ্বর বাজারে জনসংযোগ শুরু করে বানেশ্বর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ করেন৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জামায়াতের আমীর মনজুর রহমান৷ বানেশ্বর ইউনিয়ন আমির হাসানুজ্জামান, বেলপুকুর ইউনিয়ন জামাতের আমির মকবুল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বানেশ্বর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ, বানেশ্বর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কায়েস উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে