সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

চুনারুঘাটে ব্যবসায়ী হত্যার ঘটনাস্থল পরিদর্শনে হবিগঞ্জের পুলিশ সুপার

চুনারুঘাট প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৪৮
চুনারুঘাটে ব্যবসায়ী হত্যার ঘটনাস্থল পরিদর্শনে হবিগঞ্জের পুলিশ সুপার
ছবি: যায়যায়দিন

চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল হাই হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।পুলিশ সুপার নিহত আব্দুল হাইয়ের দুই কন্যা সন্তানকে ডেকে নিয়ে তাদের সমবেদনা জানান।

রবিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় হত্যাকাণ্ডের ঘটনা স্থল পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম,স্থানীয় বিএনপি'র সেক্রেটারি মীর সেলিম ও জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সাজল,নিহত ব্যবসায়ী আব্দুল হাই এর স্বজনরা সহ এলাকাবাসী।

এ সময় নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন,প্রধান দুই আসামী কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়াকে না ধরায় তারা আশাহত,শংকিত ও নিরাপত্তা হীনতায় ভুগছেন।তারা আরো বলেন, এ পর্যন্ত দুইজন আসামিকে তাদের তথ্য ও সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করেছে।সেখানে পুলিশের কোন ভূমিকা ছিল না। তারা নিজেরাই আসামিদেরকে ধরতে পুলিশ নিয়ে যান এবং তদন্ত কর্মকর্তা সজল রায় তাদেরকে দুই ঘন্টা থানায় বসিয়ে রাখেন। এখন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে তারা কোন ধরনের সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন। তবে পুলিশ সুপার অচিরেই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় বিএনপি সেক্রেটারি মীর সেলিম ও এলাকাবাসী বলেন, পুলিশ এখন পর্যন্ত প্রধান দুই আসামীকে ধরতে পারেনি, এতে করে নিহত আব্দুল হাইয়ের পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগতেছে।কারণ খুনিরা খুবই প্রভাবশালী। তিনি প্রধান দুই আসামিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

গত ১৯ এপ্রিল গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই (৬০) কে দিনের বেলায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করে কাপ্তান মোতাব্বির সহ একদল দুর্বৃত্ত।

যাাযদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে