নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ রোববার (২৭ এপ্রিল) সকালে শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকায় রেলের জায়গায় অবস্থিত একটি ঘর থেকে মোঃ মাহমুদ (৪৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসীর সূত্রানুযায়ী, কয়েকদিন পূর্বে স্ত্রী ইয়াসমিনের চাচাতো ভাইয়ের বিয়ে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।
বোনের স্বামীকে শাসন করতে স্ত্রী ইয়াসমিনের ভাই ভলু, মইন, মোহিত ও সাদ্দাম মিলে মাহমুদকে শারীরিক নির্যাতন করে। সেদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনো-মালিন্যের সৃষ্টি হয়। ঘটনার আগের দিন ভাই সাদ্দামের সাথে অন্য একটি বিয়ের বাড়িতে যায় এবং সেখান থেকে অনেক রাতে বাড়ি ফিরে ইয়াসমিন।
এনিয়ে কথা কাটা-কাটির একপর্যায়ে সাদ্দামসহ অন্যান্য ভাইরা মিলে আবারো মারডাং করে। পরেরদিন সকালে ঝুলন্ত অবস্থায় মাহমুদের লাশ দেখতে পাওয়া যায়।
ইয়াসমিনের চাচাতো ভাই সাদ্দাম এক রাজনৈতিক নেতাকে নিয়ে মত্যুর ঘটনা অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। ঘটনার পর থেকে ইয়াসমিনের ভাইয়েরা গা-ঢাকা দিয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।
যাযাদি/ এম