ঢাকার কেরানীগঞ্জের ঘাটার চর এলাকায় অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ১৮টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২০টি মিটার জব্দ করা হয়।
রবিবার ২৭ এপ্রিল রাজউকের জোন ৫/২ আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউক। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে রাজউকের আওতাধীন কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটার চর জান্নাত বাগ এলাকায় সর্বমোট ১৮টি নির্মাণাধীন ভবনে মোবাইলকোর্ট পরিচালিত হয়।
এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২০টি মিটার জব্দ করা হয়।
এ সময় রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত ৭টি ভবনের অংশবিশেষ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মিজানুর রহমান ও গোলাম মোস্তফা নামে ২জনকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।
মোবাইলকোর্টে পরিচালনায় আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার ইলিয়াস হোসেন, সহকারী অথরাইজড অফিসার কাওসার আহমেদ, প্রধান ইমারত পরিদর্শক আবু শামস রাকিব উদ্দিন, ইমারত পরিদর্শক এনামুল হক প্রমুখ।