চৌগাছায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা  

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৪

চৌগাছা (যশোর) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় নিমাই হালদার (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার ২৬ এপ্রিল দিবাগত রাতে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের জলকা মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিমাই হালদার ওই গ্রামের বাদল হালদারের ছেলে। তিনি পেশায় একজন সেলসম্যান ছিলেন এবং আরএফএল কোম্পানিতে কাজ করতেন। 

 

স্থানীয় ইউপি সদস্য রাজিব হোসেন জানান, বিভিন্ন দেনার দায়ে তিনি চাকরি ছেড়ে দেন এবং নতুন কাজের সন্ধানে ছিলেন। এদিকে, সংসারে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় প্রায় এক থেকে দেড় মাস আগে স্ত্রী তাকে ডিভোর্স দেন। স্ত্রীর ডিভোর্সের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন নিমাই।

 

স্থানীয়রা জানায়, ঘটনার ওই রাতে খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পড়েন নিমাই। এরপর রাতের কোনো এক সময় সকলের অগোচরে বসতঘরের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।