বরিশালের হিজলা উপজেলায় গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় রবিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে ইয়ানুর বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অপর ঘটনায় বজ্রপাতে এক জেলে গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিজলা থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, মৃত দুই সন্তানের জননী ইয়ানুর বেগম ওই ইউনিয়নের মান্দ্রার চর কুশুড়িয়া গ্রামের হাবিব মাঝির স্ত্রী। রবিবার দুপুরের পর চর কুশুরিয়া এলাকায় আকস্মিক বজ্রপাতে ইয়ানুর বেগম অসুস্থ্য হয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে দুপুরে উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হন জেলে জাকির হোসেন (২৪)। অপর জেলেরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জাকির হোসেন উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর এলাকার খলিল হাওলাদারের ছেলে।