নারায়ণগঞ্জের আড়াইহাজারে উচিতপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার মঞ্জুর হোসেন খান এরবাড়ি থেকে একটি চোরাই গরু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। মঞ্জুর হোসেন ওই গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র।
এলাকাবাসী জানায়, মঞ্জুর হোসেন খানের বাড়িতে প্রায় লাখ টাকা দামের নতুন একটি গাভী গরুকে দেখতে পেয়ে এলাকাবাসী মঞ্জুর হোসেনকে গরুটি সম্পর্কে জিজ্ঞেস করে। জবাবে মঞ্জুর হোসেন গরুটি সম্পর্কে সদুত্তর দিতে পারেনি।
এলাকাবাসী গরুটি একটি চোরাই গরু মনে করে পুলিশের সংবাদ দেয়। ঘটনাস্থলে থানা থেকে পুলিশ গেলে মঞ্জুর হোসেন খান গরুটি সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় গরুটিকে চোরাই গরু হিসেবে বিবেচনা করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনা রোববার দুপুরের।
এ ব্যাপারে মঞ্জুর হোসেন খান এর সাথে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিকদের কে জানান, উদ্ধারকৃত গরুটি তার বড় ভাইয়ের শ্যালক একই এলাকার জসিমউদ্দীনের পুত্র শুক্কুর আলী তার বাড়িতে রেখে গেছে।
আড়াইহাজার থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।
যাযাদি/ এম