পাটগ্রাম রেলওয়ে স্টেশনে গতকাল রবিবার বিকেল ৩টায় লালমনিরহাট জেলা রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের পাটগ্রাম সভাপতি, মোঃ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে বুড়িমারী থেকে সরাসরি ঢাকা বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক মোঃ আতাউর রহমান, কাজী একরামুল, মোঃ সুয়াইব আহম্মেদ , মোঃ মনোয়ার হোসেন লিটন, মোঃ সোহেল রানা, মোঃ মাসুদ রানা, সোহরাব আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকগন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,২০০৪ সালে 'লালমনি এক্সপ্রেস" আন্তঃনগর ট্রেনটি চালু হলেও সেটি লালমনিরহাট সদর রেলস্টেশন থেকেই পরিচালিত হয়ে আসছে। এরপর ২০১১ সালে জেলার আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম বাসীর জন্য বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঘোষণা দিয়ে বরাদ্দ দেয়া হলেও এর সুফল থেকে বঞ্চিত অবহেলিত এই অঞ্চলের সর্বস্তরের জনগোষ্ঠী।
দীর্ঘ ১৪ বছরের আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে বুড়িমারী থেকে আজও সরাসরি ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি থাকলেও অদৃশ্য কারনে সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি।
নেতৃবৃন্দ পাটগ্রাম - হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াত নেতা আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু'র বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবিতে গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
যাযাদি/ এম