মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার তিলার্দিচর এলাকায় রাতে আঁধারে রোপনকৃত ২৬৫টি বনজগাছ কেটে ফেলেছে দূবৃর্ত্তরা । যাহার ক্ষতির পরিমাণ প্রায় ৬লক্ষ টাকা । এ ঘটনায় ২৫শে এপ্রিল রতন মন্ডল বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেন ।
জানা গেছে, মুন্সিগঞ্জ মীরকাদিম পৌরসভার তিলাদিচর এলাকায় ২৪ এপ্রিল রাতের আঁধারে রতন মন্ডলের রোপনকৃত ২৬৫ টি বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা । রতন মন্ডল জানান, আমি মিরকাদিম পৌরসভার খাদ্য গুদামের সামনে আরএস ২৪৬ নং খতিয়ানের ৬১ / ৬২ নং আর এস দাগের মোট ৫৯ শতাংশ সম্পত্তি খরিদ সূত্রে ক্রয় করিয়া ৫/৬ বছর যাবত ভোগ দখল করিয়া বনজ গাছ রোপন করি ।
আমি উক্ত দাগের সম্পত্তি ক্রয় করার পর থেকে রোকনউদ্দিন শিকারী, হেমায়েদ চকিদার ও সেকান্দর মিয়া আমার সাথে বিরোধ করে আসিতেছে । যাহার কারনে মুন্সীগঞ্জ জেলা আদালতে একটি পিটিশন মামলা চলমান রহিয়াছে । আমি ২৪শে এপ্রিল রাত ৮টায় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ীতে যাওয়ার সময় আমার রোপনকৃত গাছ গুলো দেখে যাই ।
২৫শে এপ্রিল ভোরে বাড়ী থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় আমার রোপন কৃত গাছের দিকে তাকালে দেখতে পাই সম্পূর্ন গাছ গুলো কেটে ফেলেছে । আমার মনে হয় পূর্ব শক্রুতার জের ধরে আমার রোপনকৃত গাছ গুলো রাতের আঁধারে কেটে ফেলেছে ।
যাযাদি/ এম