নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে সরকারী গাছ পড়ে বসতঘর ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একটি পরিবারের। ঘর হারিয়ে মানবেতর দিন পার করছেন কৃষক সুমন মিয়া ও গৃহিনী খায়রুল নাহার দম্পতি।
সরেজমিনে রবিবার দুপুরে গিয়ে জানাযায়, উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের ৫ সন্তানের জনক কৃষক সুৃমন মিয়া (৪০)। তিনি অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। শ্বশুরের তৈরি করে দেওয়া টিনসেট ঘরে বাস করতেন স্ত্রী সন্তান নিয়ে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঝড়ে রাস্তায় থাকা সরকারী গাছটি ধূমরে মুচড়ে পড়ে ওই ঘরের উপর। ঘরের চালসহ ভিতরের আসবাবপত্র গাছের নিচে পড়ে ব্যাপক ক্ষতি হয়। এতে রাতের আঁধারে কোনো রকমে দৌড়ে প্রাণে বাঁচে সুমন মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা।
ঘর হারিয়ে বিপাকে পড়েছেন দরিদ্র কৃষক সুমন মিয়া তিনি বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে শুয়ে ছিলাম, রাত দেড় টার দিকে হঠাৎ মহুর্তের মধ্য ঝড়ো হাওয়া শুরু হয়। এতে রাস্তার পাশে থাকা সরকারী একটি মোটা গাছ পড়ে আমাদের ঘরটি ভেঙ্গে যায়। এখন থাকার মত ঘর নেই। থাকবো কোথায়। আমি সকলের সহযোগিতা চাই।
প্রতিবেশী রমজান আলী বলেন, সুমন মিয়া ৫ সন্তান নিয়ে খুব কষ্ট করে অন্যের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বর্তমানে তাঁর কেনো সামর্থ্য নেই যে ঘরটি পুনরায় মেরামত করার। তাঁকে যেনো সরকারী সহযোগিতা দেওয়া হয় এটা আমাদের এলাকাবাসীর দাবি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ‘বিষয়টি জেনেছি। গাছটি সরিয়ে নেয়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে’।
যাযাদি/ এম