বরগুনার আমতলীতে পায়রা নদীতে অভিযান পরিচালনা কালে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা সহ অন্তত ৩ জন আহত হয়েছে ।
আহতরা হলেন আমতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মো: অলিউর রহমান ,আমতলী উপজেলা মৎস্য অফিসের ফিল্ড ফেসিলিটেঁর ইসরাত হোসেন ,আরিফুর রহমান ও দিপংকর পাইক ।
আমতলী থানা পুলিশ ও উপজেলা মৎস্য আফিস সুত্রে জানা গেছে শনিবার বিকেলে অবৈধ জাল উদ্ধারে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনার জন্য আমতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মো: অলিউর রহমান এর নেতৃত্বে ও আমতলী থানা পুলিশের সহায়তায় ৭/০৮ জনের একটি টিম পায়রা নদীতে অবৈধ বেহেন্তি জাল উদ্ধার করার জন্য অভিযানে যায় । এ সময় জেলে সোহেল ও এনায়েতের নেতৃত্বে ২০-২৫ জনের একটি জেলের দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতরকৃত হামলা চালায়। হামলায় মৎস্য কর্মকর্তা সহ ০৪ জন আহত হয় ।
উপজেলাসিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন ’যে সকল জেলেরা হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তাদেও চিহ্নিত কওে সরকারের দেয়া সকল প্রকার অনুদান বন্ধ কওে দেয়া হবে । আমতলী উপজেলার ভার প্রাপ্ত নির্বহী অফিসার মো: তারেক হাসান বলেন ’আমি ঘঁটনা শুনেছি । ঘঁনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
যাযাদি/ এম