বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষ্যে খুবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ১৫:১২

রবিবার ২৭ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব মেধা সম্পদ দিবস (World Intellectual Property Day)।
প্যাটেন্ট, ট্রেডমার্ক কিংবা কপিরাইট বিষয়ে সচেতনা বাড়াতে ১৯৯৯ সালের অক্টোবর মাসে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) জাতিসংঘের সাধারণ পরিষদে মেধা সম্পদ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এ জন্য ২৬ এপ্রিল তারিখটি বেছে নেওয়া হয়। কারণ ১৯৭০ সালের এই দিনে ডব্লিউআইপিও প্রতিষ্ঠা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি- এর উদ্যোগে আজ রবিবার সকালে বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের নেতৃত্বে শোভাযাত্রাটি হাদী চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপ-উপাচার্য, ডীন, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।
বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, মেধাসম্পদ বর্তমান বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অপরিহার্য একটি উপাদান। সকল সৃজনশীল শিল্পের মৌলিকত্ব ও উদ্ভাবন সংরক্ষণে মেধাস্বত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মেধাসম্পদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে উৎসাহ জোগানোর প্রত্যয় ব্যক্ত করেন।