সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শিবালয়ে নকলের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ১৪:৩৪
শিবালয়ে নকলের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার 
প্রতীকি ছবি

চলতি এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রে নকলের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে । এছাড়া একজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার শিবালয় উপজেলার কাজি সফিউদ্দিন মাদ্রাসা কেন্দ্রে নকলের দায়ে একজন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে নকলের বিষয়টি তার নজরে আসলে তিনি ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। আর দায়িত্বে অবহেলার কারণে একজন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, চলমান পরীক্ষায় শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার নকলের দায়ে একজন দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার ও শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে