রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে এক জাহাজ শ্রমিকের মস্তকবিহীন লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে মরদেহটি পুলিশ এসে উদ্ধার করে।
জানা যায়, নিহত জিহাদ সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে। রোববার সকালে পদ্মা নদীর রাজবাড়ী জেলার অন্তার মোড় এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দৌলতদিয়ার নৌ-পুলিশ ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার মরদেহটি তার ভাতিজার দাবি করে বলেন, ‘চারদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে জিহাদ। বাড়ি আসার সঙ্গে সঙ্গেই একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি জিহাদ। জিহাদ ঢাকার একটি জাহাজ ( ডগ ) কারখানায় কাজ করত।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ-পুলিশ সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।’
যাযাদি/ এসএম