পরশুরামে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসক কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৮ লক্ষ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক এর নির্দেশনায় শনিবার (২৬ এপ্রিল) পরশুরামের মুহুরী নদীর পশ্চিম এবং পূর্ব পাড়ে মুহুরী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। টাস্কফোর্স অভিযানের নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক।
অভিযানে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার ইউএনও আরিফুর রহমান সহ২ জন ম্যাজিস্ট্রেট এছাড়াও বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার সদস্য অংশগ্রহণ করে। অভিযানে ৮ লক্ষ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ৩ কোটি ২০ লক্ষ টাকা।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান বলেন জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিন কোটি ২০ লাখ টাকার বালু জব্দ করা হয়েছে এছাড়াও বালু উত্তোলনের সাথে ব্যবহৃত ড্রেজার ও পাইভ ধ্বংস করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, *অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকা সমূহ ক্ষয়ক্ষতি রোধকল্পে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যেকোন আইনানুক ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন কে সহায়তা প্রদান সহ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
যাযাদি/ এসএম