লক্ষ্মীপুরের রামগতিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) অধিন স্থানীয় পৌরসভার প্রস্তুতি ও করনীয় বিষয় প্রনয়ণে অংশিজনের সাথে পরামর্শ সভার আয়োজন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রামগতি পৌরসভা হলরুমে অনুষ্ঠিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন।
সভায় প্রধান আলোচক ছিলেন এলজিসিআরআরপির প্রশিক্ষক হুমায়ুন কবির, সহ আলোচক ছিলেন একই প্রকল্পের প্রশিক্ষক আমিনুল ইসলাম, রামগতি পৌরসভার উপসহকারী প্রকৌশলী রিফাত জাহান ভূইয়া, পৌর কার্যসহকারী মোহাম্মদ শাহজাহানের উপস্থাপনয় অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে অন্যান্যদের পরামর্শ প্রদান করেন রামগতি পৌরসভার সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, ও ছৈয়দ মুর্তাজা আল আমিন, তোহফা ই আইয়ুব মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দিদার উদ্দিন, চর সেকান্দর সফিক একাডেমির প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়পর সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরোজ আলম, বেসরকারি সংস্থা নিজেরা করির স্বপ্না বিশ্বাস, পরামর্শ শেষে তিনটি গ্রুপে আলাদা হয়ে টেকসই উন্নয়ন প্রস্তুতি বিষয়ে বেশকিছু পরামর্শ লিপিবদ্ধ প্রতিবেদন জমা দেন।
যাযাদি/ এসএম