পার্বতীপুরে বিএনপির যৌথ সভা 

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ১৩:০৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিন। ছবি: যায়যায়দিন

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সভার আয়োজন করা হয়। 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার  ঘনশ্যামপুর ফুলেরঘাট বাজারে এই যৌথ সভা অনুষ্ঠিত হয় ।

যৌথ সভায় সভাপতিত্ব করেন হাবড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল হক । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সহ-সভাপতি অহিদুল হক সর্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমান,ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন  প্রমুখ। 


যাযাদি/ এসএম