রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ১২:৩৯
মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তের ইনডিয়ার অভ্যন্তরে এক যুবককে গুলি করে হত‌্যা করেছে বিএসএফ।

রোববার বেলা ১০টার দিকে মৃতদেহের বিষয়টি নিশ্চিত করে ৫৮ বিজিবি। মৃতদেহটি যেখানে পাওয়া গেছে সেটি ভারতের মধুপুর এলাকা এবং এর বিপরীতে বাংলাদেশের গোপালপুর গ্রাম ও ৪৮ নম্বর মেইন পিলার সংলগ্ন। প্রাথমিকভাবে বিজিবি নিহত যুবকের পরিচয় নজানাতে না পারলেও স্থানীয়রা বলছে গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)। সকালে ইনডিয়ার সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে।

তবে মৃতদেহটি বাংলাদেশি ওবায়দুলের বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দীন জানান, ওবাইদুল গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং তার বাড়ি গোপালপুর গ্রামে। ঘটনাটি ভোর রাত ৩টার দিকে ঘটেছে বলে যোগ করেন।

স্থানীয়রা বলছে, গেল রাতে কিছু বাংলাদেশি মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকা সংলগ্ন গোপালপুর সীমান্ত এলাকা দিয়ে ইনডিয়া সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সেসময় বিএসএফ তাদের লক্ষ‌্য করে গুলি করে। গুলিতে ওবাইদুল মারা যেয়ে থাকতে পারে। আজ সকালে সীমান্তের ভারতের অভ্যন্তরে কাটাতারের ওপারে ওই যুবকের মৃতদেহ পাওয়া যায় বলে বিভিন্ন মাধ‌্যমে তারা জানতে পেরেছেন।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রফিকুল আলম বলেন, সকাল ১০টার দিকে বিএসএফ মারফত আমরা জানতে পারি সীমান্তের ৪৮ নম্বর পিলার হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। তবে ভারতের অভ্যন্তরে হওয়াই তার পরিচয় আমরা জানতে পারিনি। পরবর্তিতে বিএসএফ পতাকা বৈঠকের আহবান জানালে তখন বিস্তারিত জানা যাবে।

স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন জানান, মৃতদেহটি গোপালপুর গ্রামের ওবায়দুলের বলে আমরা জেনেছি। সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তবে কারা তাকে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে