থানা মসজিদ ও নাসরুল উলুম সিদ্দিকীয়া কুরবানিয়া মাদ্রাসা

শ্যামনগরে মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পুলিশ সুপার

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ১১:১৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ১১:২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার ২৬ এপ্রিল সকালে শ্যামনগর থানা মসজিদ ও মাদ্রাসার আয়োজনে  থানা মসজিদের ২য় তলায় শ্যামনগর থানা মসজিদ ও নাসরুল উলুম সিদ্দিকীয়া কুরবানিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, শ্যামনগর থানা মসজিদ ও মাদ্রাসার সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, শ্যামনগর থানা মসজিদ ও মাদ্রাসার সহ-সভাপতি এস এম আফজালুল হক, জেলা বিএনপি নেতা ড. মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর আব্দুর রহমান, শ্যামনগর সরকারি মহসীন কলেজের প্রভাষক মো. সিদ্দিকুল  ইসলাম, শ্যামনগর থানা মাদ্রাসার মুহাতামিম মুফতি আব্দুল খালেক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক।

 

অনুষ্ঠানে থানা মসজিদ ও নাসরুল উলুম সিদ্দিকীয়া কুরবানিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ অন্যান্য পেশাজীবিরা উপস্থিত ছিলেন।