নওগাঁর ধামইরহাটে মশার আক্রমণ বেড়ে যাওয়ায়ে পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন জোরদার করার কর্মসূচি শুরু করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ৫টায় উপজেলা পরিষদের চত্বরে মশার উৎপতিস্হলে ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করে এই জোরদার কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার (ভারপ্রাপ্ত) ।
এই উদ্বোধনী কর্মসূচির আয়োজক পৌর সভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, পৌরসভার অফিস সহকারী ফারুক হোসেন।
পৌরসভার প্রকৌশলী কর্মকর্তা সজল কুমার মন্ডল জানান চলমান কর্মসূচির অংশ হিসাবে পৌর সভার ৯টি ওয়ার্ডে মশা নিধন ও মশার লার্ভা উৎপত্তি স্হলে ঔষধ স্প্রে করে মশার লার্ভা নষ্ট ও উড়ন্ত মশা নিধনে পার্যায়ে ক্রমে ঔষধ স্প্রে করা হবে।
যাযাদি/ এসএম