বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির অভিষেক ও পরিচিতি সভা শনিবার ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব ও আমতলী বকুল নেছা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।
নব-নির্বাচিত গভর্নিং বডির সভাপতি প্রফেসর গাজী মোঃ কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. একে লুৎফুল কবির, বকুল নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি বেগম, একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ সেলিম, আমতলী একে. সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন, গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, চিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন, ঘটখালী আমিন উদ্দিন মহিলা মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসেন, কুতুবপুর মাদরাসার অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন আকন, আমতলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউনুস আলী হাওলাদার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি এর যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মামুন, মাদ্রাসার দাতা সদস্য মোঃ রফিকুল আলম, গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ জসিম উদ্দিন ফকির প্রমুখ।
যাযাদি/ এসএম