পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ১০:৪০

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুমকিতে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে।  

গতকাল  সকাল ১০ টায় পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অডিটোরিয়ামে শেষ হয়। 

এ সময় অনুষ্ঠান  উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ.কে.এম.মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম.  হেমায়েত জাহান,  ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশাল  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, এএনএসভিএম অনুষদের ডিন ও ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম এবং  প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: মোঃ লুতফুর রহমান। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন  করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক এবং মেম্বার ডিরেক্টর, লাইভস্টক ডিভিশন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” Animal Health Takes A team”. কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইন।

যাযাদি/ এসএম