রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
  ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৯
সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে চোরাই পণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে ১ পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বাংলাদেশির।

শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সীমান্ত এলাকার শুণ্যরেখায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. জুবাইর (২৬), সে উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠের লম্বামাঠ গ্রামের আবদুল হকের ছেলে। সে এক কন্যা সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী সূত্র এ প্রতিবেদককে বলেন, শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে সীমান্তের দিকে যায়। সে চোরাকারবারের সাথে জড়িত। হয়ত এ কান্ডে সে ল্যান্ডমাইন বিষ্ফোরণের শিকারে পড়ে।

জুবাইরের পারিবারিক সূত্র জানায়, সে দুপুরে লাকড়ি আনতে গিয়ে শূণ্যরেখায় পৌঁছলে হঠাৎ বিকট আওয়াজে একটি ল্যান্ডমাইন বিষ্ফোরিত হয়। সাথে সাথে তার বাম পায়ের গোড়ালি উড়ে যায়। সে পড়ে যায়। আওয়াজ শুনে লোকজন এসে

তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি পরে ককসবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়ের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুল হক বলেন, বিষয়টি জেনেছেন তিনি। সে নাইক্ষ্যংছড়ির চাকঢালার বাসিন্দা। লোকটি সীমান্ত পার হয়ে মিয়ানমার অত্যন্তরে গিযেছে বলে তিনি জানতে পারেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে