‘আবুল হোসেন খানের সুশৃঙ্খল নেতৃত্বেই এগিয়ে যাবে বাকেরগঞ্জ’

প্রকাশ | ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে  সভা সমাবেশ ও গণসংযোগ করে ব্যস্ত সময় পার করতে দেখা যায় জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। ভৌগলিক অবস্থান থেকে বরিশাল জেলার খুব কাছাকাছি হওয়ায় ও ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস করার কারণে রাজনৈতিক হিসাব নিকাশে অনেক গুরুত্ব বহন করে এই বাকেরগঞ্জ-০৬ নির্বাচনী এলাকা, এই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী প্রায়ত অধ্যক্ষ মোঃ ইউনুছ খান। অধ্যক্ষ মোঃ ইউনুছ খানের মৃত্যুর পর বরিশাল -০৬ বাকেরগঞ্জ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সুসংগঠিত করে ঢেলে সাজিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। 

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অত্যাচার নির্যাতন ও বিভিন্ন রাজনৈতিক মামলায় বেশ কয়েকবার কারাবরণ করেন সাবেক এ সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকার পতনের পর পুনরায় দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের নিয়ে বিরামহীন কাজ করেন তিনি, এ লক্ষ্যে ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ওয়ার্ড কমিটি সহ সকল কমিটি গণতান্ত্রিক উপায় করে দলকে অন্যান্য উচ্চতায় নিয়ে আসেন আবুল হোসেন খান।  তারই ধারাবাহিকতায় বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী শিবপুর ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও গণসংযোগ ও নেতাকর্মীদের উজ্জীবিত করতে প্রতিটি ওয়ার্ডে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলাল।

তিনি গতকাল এক মতবিনিময় সভায় উপস্থিত থেকে নেতাকর্মীদের ও সাধারণ মানুষের উদ্দেশ্য বলেন, আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন,  তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশ ও দেশের মানুষের জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করেছেন।  পাঁচ বছর সংসদ সদস্য থেকে অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করেছেন, আমির হোসেন দুলাল আশাবাদ ব্যক্ত করে বলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সুশৃঙ্খল নেতৃত্বেই এগিয়ে যাবে আগামীর বাকেরগঞ্জ এবং আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ উপজেলা বিনির্মাণে আমাদের প্রিয় নেতা আবুল হোসেন খানের বিকল্প দেখছি না।  

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দলের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আমাদের নেতা আবুল হোসেন খানের নেতৃত্বে কাজ করছি, তিনি যদি আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি পাদ্রী শিবপুর ইউনিয়নের কোন দ্বায়িত্ব দেন তাহলে জীবন দিয়ে হলেও নেতাকর্মীদের নিয়ে দল ও সাধারণ মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইন শা আল্লাহ। 

মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে দোয়া করতে অনুরোধ জানান আমির হোসেন দুলাল।

যাযাদি/ এসএম