মানিকগঞ্জ-১দৌলতপুর-ঘিওর-শিবালয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির শারীরিক ভাবে ২৫ দিন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। দীর্ঘদিন এস.এ জিন্নাহ কবির অসুস্থ থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছিল ।
নেতাকে এক নজর দেখার জন্য মানিকগঞ্জ শহরের বাসায় মানিকগঞ্জ- ১ আসন দৌলতপুর-ঘিওর- শিবালয় উপজেলার শত শত নেতাকর্মীর উপস্থিতিতে মানুষের ঢল নামে। নেতাকর্মীদের ভাল বাসায় সিক্ত হয়ে তিনি বলেন, বিগত ১৫ বছর দু:সময়েও ছিলাম, বর্তমান্রে আছি,ভবিষ্যতে থাকবো । নেতার বলিষ্ঠ বক্তব্যে নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফা তুলে ধরে নেতাকর্মীদের তৃণমুলে জনগনের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে। সেই সাথে নেতাকর্মীদের আন্দোলনের জন্য রাজপথে নামতে প্রস্তুত থাকার নির্দেশ দেন।
আজ ২৬ এপ্রিল দুপুরে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় কাঁচা বাজার সংলগ্ন নিজ বাসভবনে জাতীয়তাবাদী দল (বিএনপির ) চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে ঈদুল ফিতর পরবর্তী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেছেন। তিনি অরো বলেছেন, বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা এখনো ষড়যন্ত্র করছে। গত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগে যোগ দিয়ে সুবিধা ভোগ করেছেন ।
গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যুথানে শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকান্ড করার পায়তারা শুরু করেছে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।
উক্ত পবিত্র ঈদুল ফিতর পরবর্তী দোয়া ও মত বিনিময় সভায় শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মুকুল,জেলা যুবদলের কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জাতীয়তাবাদী কৃষকদলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, জেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদ জানে আলম, উপজেলা বিএনপি নেতা হাবিবুল্লাহ নোমানী , উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, সহ ইউনিয়ন বিএনপি'র সভাপতি/ সাধারণ সম্পাদক প্রমূখ।
যাযাদি/ এম