নওগাঁর আত্রাই উপজেলার নদী, খাল ও বিলের পাড়জুড়ে শরৎ থেকে হেমন্তের আগমনী সূচক হিসেবে সাদা কাশফুলের সমারোহ দেখা যাচ্ছে। প্রকৃতি এখন মোহনীয় রূপ ধারণ করেছে- কাশফুলের শুভ্রতা আর দোল খাওয়া ছোট ছোট ঢেউ যেন মনের অজান্তেই প্রশান্তি এনে দেয়।
আত্রাইয়ের পার ব্রজপুর এলাকায় নদী ও বিভিন্ন বিলের চারপাশে কাশফুলের এই অপরূপ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ভিড় করছেন। সকালের শিশিরভেজা কাশফুল সূর্যের আলোয় ঝলমল করে উঠে, যা দেখে মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।
স্থানীয় সাংবাদিক কাজী রহমান জানান, এই সময়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনেকেই এখানে আসেন এবং ক্যামেরাবন্দী করে এই মনোরম দৃশ্য ধরে রাখতে চান।
কাশফুল গ্রামবাংলার ঐতিহ্য ও প্রকৃতির অলংকার হিসেবে বিবেচিত। কবি-সাহিত্যিকরা এই ফুলকে প্রেম-বিরহের প্রতীক হিসেবে ব্যবহার করে আসছেন। তবে কিছু অসচেতন মানুষ কাশফুল নিধন করায় এর সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
তারা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য টিকিয়ে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রকৃতির এই মোহনীয় রূপ ধরে রাখতে স্থানীয় প্রশাসন ও পরিবেশপ্রেমীদের সমন্বিত উদ্যোগের দাবি উঠেছে।
যাযাদি/ এম