ছাত্রদের  মাঝে  দ্বিমত দেখা দিয়েছে: মঞ্জু ফেনী

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ২০:৪১

প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ছাত্র আন্দোলনের পর থেকে, সবাই এক জায়গায়  এসে গেছে,  আমরা যাকে খুশি  নির্বাচিত করার দিন হারিয়ে পেলেছিলাম।  ছাত্রদের  সাথে  ছাত্রীরা ও জুলাই  আগস্ট  বিপ্লবে অংশ গ্রহন করে আরো বেগবান  করেছে আন্দোলনকে।   

গণঅভ্যুত্থানের মাধ্যমে  দায়িত্ব পালন করতে  গিয়ে  ছাত্রদের  মাঝে  দ্বিমত দেখা দিয়েছে।  তার একমাত্র  কারন  হচ্ছে  তাদেরকে মুল্যায়ন না করা৷ এবি পার্টি  সবসময়ই  বলে  আসছে,ড, ইউনুস  সহ জাতীয় সমস্যা  ও সংকট নিরসনে  জাতীয়  প্রয়োজনে  দুরত্বে  কমানো, সকল  রাজনৈতিক দলের নেতাদেরকে  একত্রিত করে  জাতীয়  সমস্যা  সমাধানের জন্য  গ্রহনযোগ্য  নির্বাচন দেয়া।  সবার মধ্যে  ঐক্যমত তৈরি  করতে হবে।  আওয়ামী লীগ  ভুল করে  আর ক্ষমা চায়।  ক্ষমতা  গেলে  সব ভুলে যায়,বাকশালি  কায়দায়  শাসন করে।  তারা আমাদেরকে  মিছিল  মিটিং করতে বাধা দেয়।  

ইফতার  পার্টি  করতে দেয় নি তারা ।  আমাদেরকে রাজনীতি করতে  দিবেনা বলে  হুমকি দেন।   আজকে ফেনীর  সে  বড় নেতারা ও কর্মীরা কোথায়। মামলা হয়েছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি । কেউ  যেন  বিনা অপরাধে   আসামী না হয়।সেদিকে খেয়াল রাখতে হবে।  ফেনীর  সমস্যা নিয়ে  সকলের  সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামীতে। মন্জু  আরো বলেন  নতুন  রাজনৈতিক দলের নাম  শুনলে মানুষ  বিরক্ত হয়। আওয়ামী লীগ   বিএনপি  ছাড়া  আর কোন বড় দল তৈরী  হতে পারেনি।  আরো দুটি দল আছে, ইসলামের  অনুসারি  ও বাম রাজনৈতিক  মতাদর্শের  অনুসারী।

 এবি পার্টি  আগামীতে তিনশ আসনে প্রার্থী  দিবেন বলে জানান। তিনি বন্যায় ক্ষতিগ্রস্হদের মাঝে   ক্ষতি পুরন সহ মেডিকেল কলেজ, পাবলিক  বিশ্ববিদ্যালয়  স্হাপন, চায়নার অনুদানে  মেডিকেল বিশ্ব বিদ্যালয় কলেজ   সহ সেনানিবাস প্রতিষ্টার দাবি বাস্তবায়নের জন্য  তিনি সংশ্লিষ্ট দের সাথে  যোগাযোগ করবেন বলে জানান ।  

তিনি বলেন, এবি পার্টি ২০২০ সালের মে মাসে এবি পর্টির পথ চলা শুরু হয়েছে। জনগণের  কল্যানে আপনাদের সহযোগিতা  নিয়ে  এদল এগিয়ে যাবে বলে  তিনি আশাবাদী।  শনিবার  রাতে ফেনীর একটি চাইনিজ হোটেলে  নাগরিক  সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এম