রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষা সহ মাটি কাটা বন্ধে প্রয়োজনে চেকপোষ্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ২০:৩৮
আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষা সহ মাটি কাটা বন্ধে প্রয়োজনে চেকপোষ্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: যায়যায়দিন

আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষা করতে হবে, কোন অবস্থাতেই এই বিলের বৈচিত্র যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে প্রয়োজনে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি৷ কর্মসূচিতে অংশনেয় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ সংশ্লিষ্টগণ।

এসময় স্থানীয় কৃষকদের সাথে বিভিন্ন সমস্যা সংকট নিরসনের আলোচনায় বিভিন্ন প্রশ্নোত্তর দেন উপদেষ্টাদ্বয়।

পরে কৃষকদের নানা সমস্যার বিষয়ে স্বরাষ্ট উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে হবে। কোন অবস্থায় বিলের মাটি কাটতে দেওয়া হবে না।

বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেয়া হবে। কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগারও নির্মানে কথা জানান তিনি।

দুর্নীতির বন্ধে সবার আগে চেষ্টার কথা উল্লেখ্য করে উপদেষ্টা আরো বলেন, যেখানেই সরকারি কল-কারখানা সেখানেই দুর্নীতি শুরু হয় । দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে