নেত্রকোনা জেলা শহরের ধারিয়া আদর্শ বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শনিবার বাংলাদেশ বিশেষ (প্রতিবন্ধী) বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখা এ সভার আয়োজন করে।
ইকরা অটিজম বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ¦ শফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ। কেন্দ্রীয় আলোচক ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের মুখ্য সমন্বয়ক মো. গাউসুল আজম। আলোচনায় স্বাগত বক্তৃতা করেন নেত্রকোনা আদর্শ বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা শেখ।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রিমা খাতুন, সিনিয়র সহ-সভাপতি এম.এ সালাম, সহ-সভাপতি মহিউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, যুগ্ম সাধারন সম্পাদক মীর হাসানুর রাজীব, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান অটিজম ও বুদ্ধিপ্রতিবর্ন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র বিশ^র্শমা, ইকরা অটিজম বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না আক্তার, সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমির প্রধান শিক্ষক মো. মামুন মিয়া, আব্দুল কদ্দুস অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ মিয়া, সাইফুল পাঠান অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম পাঠান, স্বাধীন বাংলা কেসি অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার র্শমা, মদনপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজ সেবক মজনু মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন প্রমুখ। যাযাদি/ এম