রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সাবরিনা বিনতে আহমেদ-কে কাশবন সাহিত্য পুরস্কার প্রদান 

মুকসুদপুর প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৮
সাবরিনা বিনতে আহমেদ-কে কাশবন সাহিত্য পুরস্কার প্রদান 
ছবি: যায়যায়দিন

নারী শিক্ষা, নারীপ্রগতি ও সমাজ-শৃঙ্খলা বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা ও বিশিষ্ট গবেষক, লেখক ও শিক্ষক সাবরিনা বিনতে আহমেদ-কে কাশবন সাহিত্য পুরস্কার-২০২৪ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কাশবন সাহিত্য পত্রিকা এ পুরস্কার প্রদান করে। এ বছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় মোট ১৯ জন গুণীজনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি, লেখক ও সম্পাদক ড. গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের অধ্যাপক কবি আকমল হোসেন খোকন, কাশিয়ানী উপজেলার জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রণব কুমার রায়, জে কে পলিম্যার ইন্ড্রাস্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কামরুজ্জামান সিকদার, এস,এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুমাইয়া খানম। স্বাগতম বক্তব্য দেন কাশিয়ানী উপজেলার পিংগলিয়া মাদরাসার শিক্ষক কবি সুলতানুল আলম খান। কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার-২০২৪ এর বাংলা কবিতা, গবেষণা ও সাহিত্যিক রচনা, কথাসাহিত্য, ভ্রমণসাহিত্য, নারীশিক্ষা, নারীপ্রগতি ও সমাজ শৃঙ্খলা, প্রকাশনা, পত্রিকার সম্পাদনা ও সাহিত্য রচনা, মানবিক সাংগঠনিক দক্ষতা, পঞ্চকবির গান ও বিশুদ্ধ সংগীত চর্চা, শিক্ষা ও গবেষণায় অবদানে রাখায় প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞ বিচারকমন্ডলী ১৯জন ব্যক্তিকে নির্বাচিত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. তারিক মনজুর মনোনীত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন। দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ কাশবন সাহিত্য পত্রিকার পুরস্কার অর্জন করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কবি সুলতানুল আলম খান, শিক্ষক, পিংগলিয়া মাদরাসা।কাশবন সাহিত্য পুরস্কার বাংলা কবিতা, কথাসাহিত্য, ভ্রমণসাহিত্য, গবেষণা, নারীর অগ্রগতি, সংগীতচর্চা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডসহ নানা শাখায় অবদানের জন্য প্রতিবছর সম্মানিত গুণীজনদের প্রদান করা হয়ে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. তারিক মনজুর পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে