রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
সরাইলে ভ্রাম্যমান আদালত

১ জনকে  বিনাশ্রম কারাদন্ড প্রদান

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৫
১ জনকে  বিনাশ্রম কারাদন্ড প্রদান
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।

সরাইল থানা সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার শঙ্করপুর এলাকার রহম আলী ছেলে এরশাদ (৪৫) আটক করে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্টট মোহাম্মদ মোশারফ হোসাইন জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্গনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় এরশাদ (৪৫) নামে একজনকে ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে