বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্টগার্ডের অভিযানে ৯০কেজি হরিণের মাংস ও ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। এ সময় মাংস পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি।
অভিযানে উক্ত এলাকায় ১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে ৯০ কেজি হরিণের মাংস সহ বোটটি জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। পরবর্তীতে জব্দকৃত মাংস এবং বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘জব্দকৃত ৯০ কেজি হরিণের মাংস আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বন্ধ থাকায় মাংস সংরক্ষণ করে রাখা হয়েছে।’