রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৬ এপ্রিল ২০২৫, ১৯:২১
আপডেট  : ২৬ এপ্রিল ২০২৫, ২২:৩১
নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির আয়োজনে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে নীলফামারী পুলিশ লাইন একাডেমি। শনিবার (২৬ এপ্রিল) বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ লাইন একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার ও পুলিশ লাইন্স একাডেমির সভাপতি এ এফ এম তারিক হোসেন খান।

প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম প্রামানিক। এ সময় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রাসেদ ইসলাম জানান, ‘ভালো ফলাফলে স্বীকৃতি স্বরূপ আমাদেরকে যে বৃত্তি প্রদান করা হলো এটা আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা। সবাই দোয়া করবেন যাতে ভালো রেজাল্টের এ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখতে পারি।’

অনুষ্ঠানের প্রধান অতিথি এ এফ এম তারিক হোসেন খান পুলিশ লাইন্স একাডেমি থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও ভালো করার চেষ্টা করতে হবে যাতে আগামীতে নীলফামারী জেলায় এই প্রতিষ্ঠানটিকে সবাই একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে চেনে। তিনি বলেন, এ বছর যে সংখ্যক শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে আগামীতে যেন এ সংখ্যাটা আরো বৃদ্ধি পায়।

অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ২০২৬ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আজকের অনুষ্ঠানে তোমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জন্য যে, ভালো রেজাল্ট করলে আগামীতে এভাবে তোমরাও পুলিশ সুপার স্যারের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করার সুযোগ পাবে।

কাজেই পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং তোমাদের হাত ধরেই পুলিশ লাইন্স একাডেমি এগিয়ে যাবে অনেকদূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে