নীলফামারী সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মোঃ শফিকুল ইসলাম সরকার ৫৪ ভোট পেয়ে সভাপতি ও মোঃ গোলাম রব্বানী সরকার ৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
৫টি সাধারণ সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত ৫জন সদস্য হলেন, মোঃ আবুল কাশেম, মোঃ জয়নাল আবেদীন লিটন, মোঃ নজরুল ইসলাম সরকার(১), মোঃ জিল্লুর রহমান(শাহীন) ও মোঃ সিরাজুল ইসলাম সরকার।
নীলফামারী সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনার আলহাজ¦ আমজাদ হোসেন সরকার জানান, সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী ছিলেন। মোট ভোটার ৯৪জন।
সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এসোসিয়েশনের রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক এসএ প্রিন্স।