রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
জমি সংক্রান্ত বিরোধের জের. আহত ১

বেগমগঞ্জে শিক্ষিকার বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ১৯:০৮
আপডেট  : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:১৫
বেগমগঞ্জে শিক্ষিকার বাসায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রধান শিক্ষিকার বাসায় হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ এবং হামলায় এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী আহত হয়েছেন।

মাইজদি স্টেডিয়ামের পশ্চিম পাড়ায় সুবাহানল্লাহ ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে ও ক্ষতিগ্রস্ত বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজিজুর নাহার জানান, আজিজ উল্যাহ, আবদুল হক, সেলিনা আক্তার ও প্রীতি আক্তার সহ ৭/৮ জনের একটি দল নিয়ে এসে দুপুরে তার বাসায় প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে ছেলে শোভনকে একা পেয়ে তার ওপর হামলা করে বাসার ভিতরে বিভিন্ন মুলব্যান জিনিসপত্র ভাংচুর করে এবং ল্যাপটপ, মোবাইল ও সহ স্বর্নলকার সহ প্রায় ১৬ লাখ টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে পুলিশের ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসেন।

স্থাণীয় এলাকাবাসী জানান, দিনদুপুুরে একজন স্কুল শিক্ষিকার বাড়িতে জোরপুর্বব প্রবেশ করে হামলা লুটপাটের ঘটনাটি ন্যাক্কারজনক। যারা যারা এ ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সুধারম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ৯৯৯ কলে ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাসা থেকে আহত অবস্থায় শোভনকে উদ্বার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে । পুলিশ অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে