ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে তাজরিন (১৩) ও জান্নাতুন (১০) নামে ২জন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার ২৬এপ্রিল দুপুরে উপজেলার কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাজরিন (১৩) হরিপুর উপজেলার কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী ছাত্রী এবং জান্নাতুন (১০) একই গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে ও কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সহপাঠী ৮জন কিশোরী সাথে বাড়ির পার্শ্বে খলিলের পুকুরে গোসল করতে যায়। এসময় জান্নাতুন ও তাজরিন পানিতে তলিয়ে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল।
পানিতে ডুবে দুজনের মৃত্যুর দুঃসংবাদে এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে।