রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

পরশুরামে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও লাইব্রেরী উদ্বোধন

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ১৮:১০
আপডেট  : ২৬ এপ্রিল ২০২৫, ১৮:১৮
পরশুরামে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও  লাইব্রেরী উদ্বোধন
ছবি: যায়যায়দিন

মির্জানগর তৌহিদ একাডেমি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা ও ড্রিমার্স ডেন লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে।

শনিবার ২৬ এপ্রিল সকালে উপজেলার মির্জানগর তৌহিদ একাডেমি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেেএ উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহ্সান।

উপজেলা আইসিটি অফিসার মো. ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। আরও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল ওয়াহিদ মো. সালেহ।

মির্জানগর তৌহিদ একাডেমির প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালযয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর, আবু তাহের সিনিয়র শিক্ষক শাহেদ আমন চৌধুরী। এছাড়াও মির্জানগর তৌহিদ একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর অতিথিরা সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারী বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বিদায়ী ১০ জন শিক্ষক ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে