শরীয়তপুরের (ভেদরগঞ্জ-সখিপুর) সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিয়সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টার সময় ভেদরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জের সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সৌম্য পাল, ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি শহীদুজ্জামান খান, ভেদরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি এম গোলাম মোস্তফা, ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান, নড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির প্রতিনিধি আব্দুল খালেক প্যাদা ইমন, ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও গনমুক্তির স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সফি,ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি আসাদুল্লাহ গাজী,ভেদরগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাগরিক টিভির জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু,বিজয় টিভির জেলা প্রতিনিধি রেদোয়ান বিন কবির, আমার সংবাদের উপজেলা প্রতিনিধ মাসুম তালুকদার, কালের কন্ঠের জাজিরা উপজেলা প্রতিনিধি মাহাবুব আলম, এশিয়ান টিভির ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহাবুব তালুকদার, আমার সংবাদের জেলা প্রতিনিধি রিদয়।
এসময় সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, সাংবাদিক আর পুলিশের কাজে বড় একটা গভীর সম্পর্ক রয়েছে। একসাথে কাজ করে এই উপজেলার আইনশৃঙ্খলা বদলে দিতে হবে। পুলিশক ও সাংবাদিককে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
যাযাদি/ এম