রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

লালবাগে ব্যবসায়ীকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
লালবাগে ব্যবসায়ীকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল মিয়ার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যবসায়ীদের ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার ২৬ এপ্রিল দুপুরে রহমতগঞ্জ খেলার মাঠে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষে সাথী বেগম দাবি করেন, লালবাগের ইসলামবাগ এলাকায় তাদের একটি মাল্টিপারপাস ব্যবসা প্রতিষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও গত পহেলা জানুয়ারি রাতে সংঘটিত রিকশাচালক মাহবুব হত্যা মামলায় ব্যবসায়ী ডানু এবং জনি কে ফাঁসিয়ে দেয়।

পরবর্তীতে র‍্যাব ডানু ও জনিকে হত্যা মামলায় গ্রেফতার করে। পরিবারের অভিযোগ গ্রেপ্তার ডানু এবং জনি নিরাপরাধ তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাদের মাল্টিপারপাস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে পরিকল্পিতভাবে এদের ফাঁসানো হয়েছে। তারা আরো বলেন, নিহত রিকশা চালক মাহবুবকে গ্রেপ্তারকৃত জনি এবং ডানু কখনো দেখেনি এবং তার সাথে কোন সম্পর্ক নেই।

মামলার তদন্ত কর্মকর্তার কাছে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে জনি স্ত্রী ফারজানাসহ এলাকাবাসীর পক্ষে এরফান ও রশিদ উপস্থিত ছিলেন।

এদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম বাবুল সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি হত্যা মামলার বিষয় অবগত নই। এবিষয়ে আমার নাম জড়িয়ে মানহানি করছে, সবকিছুই চক্রান্ত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে