শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ফটিকছড়ির শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রিপন

চট্টগ্রাম ব্যুরো
  ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৩৬
ফটিকছড়ির শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রিপন
ছবি: যায়যায়দিন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম রিপন।

সম্প্রতি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষর করা এক অফিস আদেশে এই মনোনয়নের কথা জানানো হয়।

অফিস আদেশে জানানো হয়, এই এডহক কমিটি আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. দিদারুল আলম চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. জয়নাল আবেদীন সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে নুরুল ইসলাম রিপন বলেন, “আমার উপর অর্পণ করা দায়িত্ব, আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। এই দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, নুরুল ইসলাম রিপন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এবং তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির (সিআরইউ) সাংগঠনিক সম্পাদক এবং বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি ও বৃহত্তর ফটিকছড়ি উন্নয়ন সংগ্রাম কমিটির বিভিন্ন পদে যুক্ত আছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে