শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রামগঞ্জে দু‘গ্রুপের সংঘর্ষ, আহত ৬

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৩৪
রামগঞ্জে দু‘গ্রুপের সংঘর্ষ, আহত ৬
ছবি: যায়যায়দিন

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে বির্তকিত সম্পত্তি দখল নিয়ে দু‘গ্রুপের ৬জন গুরুতর আহত হয়।

আহত বিল্লাহ হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম,প্রতিপক্ষ ফাতেমা বেগম,মরিয়ম বেগম,মমতাজ বেগম,লাইলী বেগমকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন সুত্রে জানায়, উপজেলার কাশিমনগর গ্রামের আব্দুল মান্নানের পুত্র আনোয়ার হোসেন বাবুল বিগত ১৪ মে-২০২৪ ইং পাশর্^বতি গ্রামের উত্তর কালিকাপুর গ্রামের এমদাদুল উল্যাহর ছেলে খোরশেদ আলমের কাছে ৬৫ লক্ষ ২০ হাজার মূল্যে পৌনে ১৮ শতাংশ সম্পত্তি ও নির্মানাধিণ ভবনসহ বিক্রি করে। উক্ত ক্রয়-বিক্রয় নিয়ে রামগঞ্জ থানা,মোহাম্মদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র একাধিক অভিযোগ দায়ের ও গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টার দিকে দিকে সম্পত্তি বিক্রেতা আনোয়ার হোসেন বাবুলের বোন ও ভাবীরা সম্পত্তির ওয়ারিশ দাবী করে ভবনে প্রবেশ করে সম্পত্তি ক্রেতা খোরশেদ আলমের ভাই বিল্লাল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগমকে বেধম প্রহার করে এবং বিল্লাল হোসেনের পুরুষাঙ্গ টিপে ধরে রাখে। এ সময় তাদের চিৎকারে বাড়ির ও এলাকার লোকজন উপস্থিত হলে তাদের উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।

হাসপাতালে চিকিৎসাধীন বিল্লাল হোসেন বলেন,বাবুলের নির্দেশে তার বোন ও ভাবী পরিকল্পিত ভাবে আমাদের বসতঘরে প্রবেশ করে আমার স্ত্রী ফাতেমাকে বেধম প্রহার করে। এসময় আমি বাধা দিলে তারা আমার পুরুষাঙ্গ টিপে ধরে রাখে। আমার নিশ^াস বন্ধ হওয়ার উপক্রম হলে দুইজনের হাতে কামড় দিয়ে নিজকে রক্ষা করি।

হাসপাতালে চিকিৎসাধীন বোন মরিয়ম ও মমতাজ বলেন,আমাদের ভাই আনোয়ার হোসেন বাবুল নতুন বিল্ডিংসহ সম্পত্তি বিক্রি করছে ঠিক আছে। বিন্তু আমাদের ওয়ারিশি সম্পত্তি বিক্রি করবে কি ভাবে জানতে আমরা ওখানে উপস্থিত হওয়ায় মাত্রই বিল্লাল ও ফাতেমা আমাদের ঘরে ভিতর নিয়ে মারধর করে।

সম্পত্তি বিক্রেতা আনোয়ার হোসেন বাবুল বলেন,আমি ওয়ারিশদের সম্পত্তি বিক্রি করি নাই। ওয়ারিশ হিসেবে বোন,মা ও ভাবীরা ওই খানে যাওয়া মাত্রই পরিকল্পিত ভাবে মারধর ও দুই বোনকে কামড় দিয়ে রক্তাক্ত জথম করে।

যাাযদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে