শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

উজিরপুরে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল কৃষকদল

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ১৫:১১
উজিরপুরে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল কৃষকদল
ছবি: যায়যায়দিন

শনিবার (২৬ এপ্রিল)সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক অনুকরণীয় কর্মসূচি। বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব শফিকুল আলম শফরুলের উদ্যোগে ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা প্রান্তিক কৃষকদের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেন।

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ঈদের আগে কৃষকদের শ্রম ও ব্যয় কিছুটা কমিয়ে তাদের স্বস্তি এনে দেয়া।

শফরুল ইসলাম বলেন, "আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। কৃষকই দেশের প্রাণ। তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করেছি সামান্য হলেও সহযোগিতা করতে।"

উল্লেখ্য, এদিনের ধান কাটার কার্যক্রমে ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং এলাকায় প্রশংসা কুড়ান। স্থানীয় কৃষকরাও আনন্দ প্রকাশ করে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে