ধনবাড়ীতে জিয়া সাইবার ফোর্স কমিটির পরিচিতি সভা
প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৫:১০

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্স কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ধনবাড়ী উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্স কমিটির আয়োজনে ধনবাড়ী সরকারী কলেজের ক্যান্টিনে এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্স ধনবাড়ী উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সভাপতি রিয়াজ আহম্মেদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন- জিয়া সাইবার ফোর্স ধনবাড়ী পৌর শাখা’র সভাপতি সুপান্থ আল-ইসলাম।
সভায় বক্তব্য দেন- ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি, অধ্যক্ষ মুহাম্মদ এবাদৎ হোসাইন, হাফেজ খাইরুল ইসলাম, সম্মানিত সদস্য ধোপাখালী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ-এ.আর খান, উপজেলা জাসাস’র আহবায়ক সাইফুজ্জামান টিটু, কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক আশিক আহম্মেদ, জিয়া সাইবার ফোর্স ধনবাড়ী উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আজকেদ, সহ-সভাপতি রবিউল ইসলাম ও ধনবাড়ী পৌর জিয়া সাইবার ফোর্স কমিটির প্রচার সম্পাদক কবীর হোসেন সহ অন্যান্যরা।
এসময় ধনবাড়ী উপজেলা মহিলা দলের সভানেত্রী মমতাজ বেগম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, জিয়া সাইবার ফোর্স ধনবাড়ী পৌর শাখা’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদস্য শাকিল হোসেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জিয়া সাইবার ফোর্স ধনবাড়ী উপজেলা ও পৌর শাখা’র সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জিয়া সাইবার ফোর্স কমিটির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বিএনপি কে সরকার গঠন করাতে দেশ ও জনগনের কল্যানে কাজ করার আহবান জানান।
পরিচিতি সভা শেষে ধনবাড়ী সরকারী কলেজ মাঠ থেকে একটি বিশাল র্যলী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক হয়ে ধনবাড়ী প্রেসক্লাব এর সামান দিয়ে ঢাকা-টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
যাযাদি/ এসএম