উখিয়ায় ইজিপিপি কর্মসূচির ৪১টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৫:০২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (  ইজিপিপি প্লাস) প্রকল্পের  উন্নয়ন  কাজ শুরু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল)  সকালে  রাজা পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডিগলিয়া জোরা পুকুর সুইস গেইট সড়কের  ইজিপিপি  কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার।  এ সময় রাজা-পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রোমান, ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম,  স্থানীয় মেম্বার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ইজিপিপি কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪১ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। উক্ত প্রকল্প সমূহ বাস্তবায়নে  ২ হাজার ৬ শত ৪৩ জন বেকার নারী পুরুষ উপকারভোগী হিসেবে  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ইজিপিপি মধ্যে রয়েছে মাটি দিয়ে গ্রামীণ রাস্তা তৈরি, সংস্কার ও মাটি ভরাট, জলবদ্ধতা নিরসনে ড্রেইন খনন সহ বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের  মাঠ সংস্কার ইত্যাদি।

যাযাদি/ এসএম