বুকে ও পিঠে স্লোগান লিখে শিল্পীদের প্রতিবাদী গান

কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধের দাবী

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৪:৫৬

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

"অবহেলিত কুতুবদিয়া জন্মভূমি আমার/ দেখনা নইলে উন্নয়নে পাচ্ছিনা অধিকার/ সারাবাংলা উন্নয়নে সোনালী ছবি হাসছে/ জন্মভূমি কুতুবদিয়া সাগরের জলে ভাসছে/ হোক প্রতিবাদ, হোক প্রতিবাদ, মুক্তি চাই ‘

 

এমন গান পরিবেশনের মাধ্যমে সাগরের পানিতে নেমে খালি গায়ে বুকে ও পিঠে স্লোগান লিখে টেকসই বেড়িবাঁধের দাবীতে দ্বীপের একঝাক শিল্পীরা প্রতিবাদী গান করেছেন।

 

শনিবার ২৬ এপ্রিল সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত আলী আকবর ডেইল বায়ুবিদ্যুৎ সংলগ্ন ভাঙা বেড়িবাঁধ এলাকায় এ গান পরিবেশন করেন তারা।

 

এসময় শিল্পী শাহীন আবরার বলেন, ‘প্রতিবছর বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতভিটা চাষাবাদ, এমনকি কবরস্থানের জায়গাটুকু। আমরা খুব কষ্টে আছি। দেশের এত উন্নয়নের মাঝেও আমরা কতটুকু অবহেলিত তা মানুষ জানুক। যার কারণে আমাদের গানে গানে প্রতিবাদ ও চিত্র কর্মের মাধ্যমে প্রতিবাদ।’ 

 

সুপার ডাইকে রূপান্তর হউক কুতুবদিয়া দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁধ। হোক বাঁধের দুই পাশে বনায়ন। দুর্নীতির পাগলা ঘোড়া নিয়ন্ত্রণ হোক এমনটা প্রত্যাশা এ শিল্পীর।’