ডোমারে কৃষি বিভাগের উঠান বৈঠক

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৪:৫৮

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডোমার উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে চলমান বোরো মৌসুমে ডোমার উপজেলায় বোরো ধানের আবাদ ও ফলন ঠিক রাখতে উপজেলা কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছুটির দিনেও মাঠে তৎপর ডোমার কৃষি বিভাগ। শনিবার ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানা পাংগা মটুকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন ওই ব্লকের উপসহকারী কর্মকর্তাগণ। চলমান বৈরি আবহাওয়ায় বোরো ধানে ব্লাস্ট রোগ সহ অন্যান্য রোগ ও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ সর্বদা মাঠে তৎপর রয়েছেন। প্রতিদিন প্রতিটি ইউনিয়নের বিভিন্ন ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপজেলার কর্মকর্তাগণ ফসলের রোগ ও পোকামাকড় নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। কৃষকদের সাথে উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্লাস্ট দমনের করণীয়  বার্তাসমূহ কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি ছুটির দিনেও  কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানার সাথে কথা বলে জানা যায়, ব্লাস্ট রোগ দমনে কৃষককে জমিতে পানি ধরে রাখা, আক্রান্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ না করা, আক্রান্ত জমিতে বিঘা প্রতি ৫কেজি পটাশ সারের উপরি প্রয়োগের পরামর্শ প্রদান করা হয়। সেই সাথে অনুমোদিত মাত্রার ছত্রাকনাশক প্রয়োগ করতে বলা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব রফিকুল ইসলাম বলেন, ব্লাস্ট সহ অন্যান্য রোগ পোকামাকড়ের আক্রমণ কমাতে উপজেলায় কর্মকর্তাদের নিয়ে পিপি স্কোয়াড টিম গঠন করা হয়েছে এবং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ নিয়মিত মাঠ পরিদর্শনপূর্বক ব্যবস্থা গ্রহণ  ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন। আমদের পরামর্শ মেনে কৃষকগণ ফসলের রোগ বালাই দমনে ব্যবস্থা নিলে আশা করা যায় বোরো ধানের ফলনে কোন ব্যাঘাত ঘটবে না এবং কৃষকগণ কাঙ্খিত ফলন পাবে।

যাযাদি/ এসএম